বুধবার প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন। তার কিছুক্ষণ পরই তিনি সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যসভার সাংসদ পদের ‘লোভে’ কপিল সিব্বলের কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়াকে তীব্র ভাষায় বুধবার কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।
প্রসঙ্গত, মনমোহন সিংয়ের মন্ত্রিসভাতে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন পেশায় আইনজীবী কপিল সিব্বল। কিন্তু গত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের ‘জি-২৩’ শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতার সঙ্গে গান্ধী পরিবারের দূরত্ব তৈরি হয়। বুধবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে সিব্বল জানিয়েছেন তিনি গত ১৬ মে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন।
লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী বলেন, ‘আমরা তাঁর রাজ্যসভার টিকিট ‘কনফার্ম’ করতে পারিনি, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক এমএলএ নেই। কিন্তু কংগ্রেস দলের পক্ষ থেকে সারা জীবনই কপিল সিব্বলকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কখনও তাঁকে সাংসদ করা হয়েছে, কখনও বা তাঁকে মন্ত্রী করা হয়েছে।’
অধীরবাবু বলেন, ‘কপিল সিব্বল হয়তো মনে করেছেন কংগ্রেসের যে সংখ্যক সদস্য রাজ্যসভা নির্বাচনে ভোট দিতে পারবেন তাতে হয়তো তাঁর রাজ্যসভার টিকিট পাওয়া বা সাংসদ হওয়া অনিশ্চিত। উনি একজন ‘ধান্দাবাজ’ লোক, তাই যেখানে সুযোগ পেয়েছেন সেখানে পালিয়েছেন।’
লোকসভার কংগ্রেস দলনেতা বলেন, ‘যেহেতু সমাজবাদী পার্টি তাঁকে টিকিট দিয়েছে তাই কংগ্রেসকে এখন তাঁর খারাপ লাগছে। যদি তৃণমূল কংগ্রেস ওনাকে টিকিট দিত তবে উনি টিএমসি-তেও চলে আসতে পারতেন। এই সমস্ত নেতাদের কোনও জাত নেই।’
Be the first to comment