বাতি জ্বালিয়ে রাস্তা বন্ধ করে যাবেন না, পুলিস কর্তাদের কড়া বার্তা মমতার

Spread the love

দু’ধারে রাস্তা বন্ধ। চোখের সামনে দিয়ে হুস করে চলে গেল উচ্চপদস্থ পুলিস কর্তার কনভয়। এই ছবি দেখতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে পুলিসের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, আমজনতার রাস্তা রুখে উচ্চপদস্থ পুলিস কর্তাদের কনভয় চলে যাওয়া মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

মুখ্যমন্ত্রীর কথায়, আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু দেখতে পাই, পুলিসের অনেক কর্তা কনভয় নিয়ে চলে যান। এই প্রচলিত ব্যবস্থা বদলাতে হবে। এর পরই মমতার উপদেশ, প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিস বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না। এমন ঘটনা মানুষের বিরূপ প্রভাব তৈরি করে।

এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য পুলিসের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, পুলিসের নিচুতলার কর্মীরাই রাজ্যের সম্পদ। পুলিসের একটা-দুটো ভুল হলেই সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েন। এমনটা উচিত নয়। বাংলার পুলিস খুবই ভালো কাজ করে। পুরুষের পাশাপাশি পুলিসে মহিলা নিয়োগে জোর দেওয়া হচ্ছে। উইর্নাস বাহিনীর জন্য বেশি করে মহিলা পুলিস নিয়োগ করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*