সিবিআই দফতরে হাজির হতে পারছেন না ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, কয়লা পাচার কান্ডে তাঁকে তলব করে সিবিআই

Spread the love

শুক্রবার সিবিআই দফতরে হাজির হতে পারছেন না ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল মারফত সে কথা জানালেন তিনি।

সূত্রের খবর, সিবিআইয়ের কাছে ১৫ দিন সময় চেয়েছেন তৃণমূল বিধায়ক। আইনজীবী মারফত এ কথা জানিয়েছেন। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বুধবার শওকতকে নোটিস পাঠায় সিবিআই। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি একাধিক নথিও তাঁকে নিয়ে যেতে বলা হয়েছে। যেমন, তাঁর পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে তাঁকে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও সঙ্গে আনতে বলেছে সিবিআই। এমনকি, তাঁর নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থাকে, তা হলে সেই সংক্রান্ত সমস্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*