লাদাখে বাস দুর্ঘটনায় শহিদ খড়গপুরের বাপ্পা

Spread the love

লাদাখের তুরতুক সেক্টরের নুবরায় বাস দুর্ঘটনায় শহিদ সেনা জওয়ানদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের এক যুবকও। শুক্রবার মর্মান্তিক ওই দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৭ জন জওয়ান শহিদ হয়েছেন। আহত হয়েছে ১৯ জন। শহিদ জাওয়ানদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার অন্তর্গত বারবেটিয়া এলাকার বাসিন্দা বাপ্পা খুটিয়া। গভীর রাতে খবর বাড়িতে পৌঁছাতে শোকের ছায়া খুটিয়া পরিবার সহ গোটা খড়গপুর শহরজুড়ে।

ছুটি কাটিয়ে গত ২৭ এপ্রিল সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন বাপ্পা। সম্প্রতি গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় তাঁর। সিয়াচেন যাওয়ার যাওয়ার পথে ধ্বসে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায় সেনাবাহিনীর গাড়িটি। শুক্রবার এই দুর্ঘটনায় ৭ সেনা জাওয়ান শহিদ হন। আহত হন ১৯ জন।

ছেলের মৃত্যুতে বাবা সুকুমার খুটিয়া বলেন, ছেলে দেশের কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছে। উর্দি পরে মৃত্যুবরণ করেছে সে। আমার গর্ব হচ্ছে। আমি ওকে প্যারেড শিখিয়েছিলাম। ২ বার সেনাবাহিনীতে সুযোগ পায় ও। কিন্তু ওর মা ওকে প্রথমবার যেতে দেয়নি। অন্য যে জওয়ান ও আধিকারিকরা শহিদ হয়েছেন। তাঁদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই। তাঁরা যেন ভেঙে না পরেন। মা-বাবা ছাড়াও স্ত্রী ও ১১ মাসের কন্যাসন্তানকে রেখে গেলেন বাপ্পা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*