হাওড়ায় গোলাবাড়ি থানার উল্টোদিকে গঙ্গার পাড়ে চেয়ার তৈরির কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর ২টো নাগাদ আগুন লাগে ওই কারখানায়। হাওয়ার পাশাপাশি স্পঞ্জ, ছোবড়ার মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা গুদাম দাউদাউ করে জ্বলতে থাকে। জনবহুল এলাকায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন দুপুরে গোলাবাড়ি এলাকার একটি গুদামে ভয়ঙ্কর আগুন দেখা যায়। কালো ধোঁয়ার কুণ্ডলী বহুদূর থেকে দেখা যাচ্ছিল। জানা যাচ্ছে, ওই গুদামে গ্যাস কাটার দিয়ে কাজ চলছিল। সেখান থেকেই আগুন ছিটকে এসে তা ভয়াবহ রূপ ধারণ করে। এতটাই তীব্রতা ছিল যে গোটা গুদাম দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, গুদামে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। কারখনার এক শ্রমিক ওই আগুন প্রথমে দেখতে পায়। তারপরই শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।
প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। তবে পুরো গুদামটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বেশ কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই গুদামের মালিক।
Be the first to comment