মেদিনীপুরের মাটি থেকে ফের একবার শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরকে শুভেন্দু দিল্লির কাছে বেচে দিয়েছে বলেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুভেন্দু অমিত শাহের পদলেহন করে ইডি-সিবিআই থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন বলেও একহাত নেন তিনি। অভিষেকের অভিযোগ, মেদিনীপুরের মানুষকে ঠকিয়েছেন শুভেন্দু।
শুভেন্দুর নাম না করে এদিনের সভা থেকে অভিষেক বলেন, জেলায় কেউ একজন নিজেকে সর্বেসর্বা মনে করেছিলেন। দাদা হয়ে উঠেছিলেন। মেদিনীপুরের মানুষকদের ধন্যবাদ। শুভেন্দুকে গদ্দার বলে উল্লেখ করে অভিষেকের তোপ, কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে, ভোটের সময় বিজেপিকে সহযোগিতা করেছে, তার সব খবর আমার কাছে রয়েছে। ভোটের পরও কীভাবে তৃণমূলে থেকে শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে, সে কথাও আমি জানি। আমার ফোনে সব নথি-তথ্য রয়েছে। সঠিক সময়ে সবকিছু সামনে আনব।
শুভেন্দুকে নিশানা করে অভিষেক বলেন, ১১ বছর ধরে একটা লোক সব শেষ করে দিয়েছে। মানুষের টাকা নিয়ে নিয়েছে। নিজে কোটি কোটি টাকা করেছে। টিভির পর্দাতে টাকা নিতে দেখা গিয়েছে। আর কথায় কথায় বলে- আমি অকৃতদার। আরে আপনি অকৃতদার নন, অকৃতজ্ঞ।
Be the first to comment