আধার কার্ড নিয়ে সতর্কবার্তা তুলে নিল কেন্দ্র, প্রবল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়

Spread the love

আধার কার্ডের ছবি কাউকে শেয়ার না করার পরামর্শ তুলে নিল কেন্দ্র।  এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, নিরাপত্তার খাতিরে যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আধারের ফটোকপি না দিয়ে ‘মাস্কড আধার’ বা মুখ ঢাকা ছবি দিতে  এবার সেই বিবৃতি প্রত্যাহার করল কেন্দ্র।  রবিবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই বিবৃতির ফলে দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।  তাই অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করা হল।  বদলে সাধারণ মানুষকে আধার কার্ড অন্য কাউকে দেওয়ার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।’

রবিবার সকালে এক প্রেস বিবৃতিতে কেন্দ্র জানিয়েছিল, আধার কার্ডের ফটোকপি কাউকে না-দেওয়াই ভালো।  কোনও সংস্থা যদি আধার কার্ডের নকল কপি চায়, তাহলে মুখ ঢাকা ছবির ফটোকপি পাঠানোই ভালো।  এতে কার্ডের অপব্যবহার রোখা সহজ।  এক্ষেত্রে আধার নম্বরের শেষ চারটি নম্বর দেখা যাবে, এমনভাবে ফটোকপি করাই বাঞ্ছনীয় বলে ওই বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছিল, লাইসেন্সহীন কোনও হোটেল কিংবা সিনেমা হলের আধার কার্ডের কপি চাওয়ার অনুমতি নেই। যেসব সংস্থার কাছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার স্বীকৃত লাইসেন্স আছে, কেবলমাত্র তারাই কোনও ব্যক্তির কাছ থেকে আধার কার্ডের কপি নিয়ে পরিচয় যাচাই করার অধিকারী।

কোনও সংস্থাকে আধারের নকল দেওয়ার আগে যাচাই করা প্রয়োজন যে, সেই সংস্থার আদৌ ইউআইডিএআইয়ের স্বীকৃত লাইসেন্স আছে কি নেই। অতিরিক্ত সতর্কতা হিসেবে কেন্দ্র বলেছে, দেশের মানুষ যেন রাস্তাঘাটে গজিয়ে ওঠা ইন্টারনেট কাফে থেকে বা বহু লোকের ব্যবহার করা কম্পিউটার থেকে আধার কার্ড ডাউনলোড না করেন।  কিন্তু এর ফলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। তাই ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল আধারের দায়িত্বপ্রাপ্ত ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*