হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয় বদল। তার ফলে হাতবদল হল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ মামলার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বদলে এখন থেকে ওই সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন বিচারপতি রাজশেখর মান্থার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে উঠবে প্রাথমিক এবং মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত মামলা। SSC সংক্রান্ত অমীমাংসিত মামলাগুলিও যদিও তাঁর এজলাসেই রইল।
হাইকোর্টের নিয়ম অনুযায়ী, মাঝেমধ্যেই বিচারপতিদের বিচার্য বিষয়ের হাতবদল হয়। এত দিন এসএসসি মামলার বিচার করতেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রদবদলের পর এসএসসি সংক্রান্ত মামলার দায়িত্ব বর্তাল বিচারপতি মান্থারের কাঁধে। বিচারপতি গঙ্গোপাধ্যায় এখন থেকে প্রাথমিক এবং মাদ্রা শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি এবং বিচার করবেন।
Be the first to comment