কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়ার হুমকি দেওয়ার পর অবশেষে নড়েচড়ে বসল জম্ম-কাশ্মীর প্রশাসন। প্রধানমন্ত্রীর বিশেষ প্যাকেজে চাকরি পাওয়া ১৭৭ জন শিক্ষককে নিরাপদ স্থানে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার শ্রীনগরের চিফ এডুকেশন অফিসার এ ব্যাপারে নির্দেশিকা জারি করেন। ওই প্যাকেজে চাকরি পাওয়া প্রায় চার হাজার সরকারি কর্মী লাগাতার হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কাশ্মীর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিয়েছেন। ইতিমধ্যেই আতঙ্কে অনেকে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন। অনেক পরিযায়ী শ্রমিকও শুক্রবার থেকে তল্পিতল্পা গুটিয়ে নিরাপদ স্থানে রওনা দিয়েছেন।
জম্ম-কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শুক্রবারই দিল্লিতে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা, দেশের সেনা প্রধান মনোজ পাণ্ডে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেও কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছাড়ার হুমকি নিয়ে আলোচনা হয়। যেভাবেই হোক জঙ্গি হামলা রুখতেই হবে বলে অমিত শাহ পরিষ্কার জানিয়ে দেন। বৈঠকে জানানো হয়, পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনই কাশ্মীরে সংখ্যলঘুদের উপর এই হামলা করে চলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন।
Be the first to comment