১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার; রাজ্য জুড়ে মিছিল তৃণমূলের

Spread the love

১০০ দিনের কাজের প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। যার জন্য কাজ করেও টাকা পাচ্ছেন না রাজ্যের গরিব মানুষ। এই নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে সারা রাজ্যে বুথস্তরে আন্দোলন করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল।

কলকাতায় রাজা রামমোহন রায় রোডে কুণাল ঘোষের নেতৃত্বে মিছিল হয়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তৃণমূলের মিছিল হয়। এদিন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার নেতৃত্বে জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা মিছিল করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। বিধায়কের দাবি, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই মিছিলের আয়োজন করা হয়েছে। অন্যদিকে একই দাবিতে, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও তৃণমূলের মিছিল।

পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ শাসকদলের নেতাদের নেতৃত্বে মিছিল হয়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আক্রমণ শানিয়েছিলেন। তার সঙ্গেই তৃণমূল, তৃণমূলের শাখা সংগঠনগুলিকেও গ্রামে-শহরে বুথস্তরে আন্দোলন কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছিলেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*