উত্তরবঙ্গের জন্য অনেক কিছু করেছি। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। কিন্তু আমার দুঃখ, এত কাজ করার পরেও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে বিজেপিকে জিতিয়েছেন আপনারা।’ মঙ্গলবার আলিপুরদুয়ারের সভা থেকে এই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, ‘বিজেপি ভোটের আগে এসে নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট মিটলেই সেসব ভুলে যায়। গ্যাসের দাম বাড়ায়, পেট্রল-ডিজেলের দাম বাড়ায়। চা বাগান খোলার থেকে শুরু করে সার্বিক উন্নয়ন, কোনও প্রতিশ্রুতিই ওরা পূরণ করতে পারেনি। কোনও ভাবে রাজ্যভাগ হতে দেব না। রক্ত দিয়ে বাংলা ভাগ রুখে দেব। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে, বন্দুক ভোঁতা করে দেব।
উত্তরবঙ্গের জন্য তৃণমূল সরকার কী কী কাজ করেছে, তাও মনে করিয়ে দেন মমতা। তিনি বলেন, বিজেপি-সিপিএম যা বলছে, বিশ্বাস করবেন না। আমরা আপনাদের জন্য ছিলাম, আছি, থাকব। চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সাধার মানুষ, সবার জন্য কাজ করেছি আমরা। চা সুন্দরী প্রকল্প থেকে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভান্ডার, ঐক্যশ্রী, জয় জোহার প্রকল্পের কথাও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো।
Be the first to comment