স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা অফলাইনে করার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁকে নিয়ে নেটমাধ্যমে ‘অশ্লীল মন্তব্য’ করা হচ্ছে। এর প্রতিবাদে সরব হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। ওই পোস্টগুলিতে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয়েছে বলে অভিযোগ। এক জন উপাচার্যকে লক্ষ্য করে এই ধরনের মন্তব্য যাঁরা করেছেন তাঁদের কোনও ভাবেই ‘ক্ষমা করা’ হবে না বলে তাঁর সাফ বার্তা।
কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে নেটমাধ্যমে এই ‘অসম্মানজনক’ পোস্টগুলি কয়েকজনের কাছ থেকে দেখতে পান উপাচার্য। যার পরই ক্ষুব্ধ উপাচার্য এই ধরনের পোস্টের নিন্দায় সরব হন।
Be the first to comment