বাগদার চন্দন মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বেপাত্তা চন্দন।
উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার মামা ভাগ্নে গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল। এরপর থেকেই বাগদার বাড়িতে নেই চন্দন।
বাড়িতে তাঁর স্ত্রী ও মেয়ে জানিয়েছেন চন্দন মন্ডল বাড়িতে নেই। কেথায় আছেন তাও তাঁরা জানেন না।
উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে প্রাক্তন সিবিআই কর্তা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস একটি ভিডিও বার্তায় দাবি করেছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বাগদার রঞ্জন টাকার বিনিময়ে চাকরি দেন, চাকরি না দিতে পারলে সুদ সহ টাকা ফেরত দেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যে। সৌমেন নন্দি নামে এক চাকরিপ্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে আদালতে মামলা করেন। সেই মামলার সৌমেন নন্দির আইনজীবী ফিরদৌস সামিম দাবি করেন ৮৭ জনকে বেআইনিভাবে প্রাথমিক শিক্ষকে নিয়োগ করা হয়েছে। আগামী ১৫ জুনের মধ্যে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।
Be the first to comment