রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। বৃহস্পতিবার থেকে রাজ্যে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে বলে রাজ্যপালের অভিযোগ। সামগ্রিক পরিস্থিতি নিয়ে শুক্রবার রাত ১০টার মধ্যেই তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে জরুরি রিপোর্ট তলব করেছেন। টুইটে রাজ্যপাল লেখেন, আশা করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। তাদের যেন কোনও মতেই ছাড় দেওয়া না হয়।
পয়গম্বর ইস্যুতে বিজেপি নেতৃত্বের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার অঙ্কুরহাটিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধ চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। অবরোধের জের ছড়িয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ অংশে। হাজার হাজার যানবাহন স্তব্ধ হয়ে যায় চূড়ান্ত দুর্ভোগে পড়েন মানুষজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য করজোড়ে আবেদন করতে হয়। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে রাগ থাকলে বিক্ষোভ-অবরোধ করা উচিত দিল্লিতে। প্রয়োজন হলে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিন। কিন্তু অবরোধ করে মানুষকে বিপাকে ফেলার কোনও অর্থ হয় না।
নাখোদা মসজিদের ইমামও অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী নবান্ন থেকেই মোবাইলের মাধ্যমে ইমামের ওই বার্তা শোনান। তারপরেও অবশ্য অবরোধ ওঠেনি। রাত ১০টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুক্রবারও একই ইস্যুতে কলকাতা-সহ রাজ্যের বেশকিছু এলাকায় রাস্তা অবরোধ হয়েছে। ওই অবরোধ ঘিরে কোথাও কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যারও সৃষ্টি হয়। এই আবহেই এদিন রাজ্যপাল সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ফের উদ্বেগ প্রকাশ করে টুইট করেন।
Be the first to comment