হাওড়া জেলায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন বিভ্রান্তিমূলক গুজব ছড়ানোয় হাওড়ার বেশ কিছু এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই কারণেই এমনই পদক্ষেপ নিয়েছে পুলিস প্রশাসন। আগামী ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ রাখা হবে ইন্টারনেট। তবে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএসের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ করা হয়নি।
পয়গম্বর ইস্যুতে বিজেপি নেতৃত্বের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার অঙ্কুরহাটিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধ চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। অবরোধের জের ছড়িয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ অংশে। হাজার হাজার যানবাহন স্তব্ধ হয়ে যায় চূড়ান্ত দুর্ভোগে পড়েন মানুষজন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য করজোড়ে আবেদন করতে হয়।
তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে রাগ থাকলে বিক্ষোভ-অবরোধ করা উচিত দিল্লিতে। প্রয়োজন হলে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিন। কিন্তু অবরোধ করে মানুষকে বিপাকে ফেলার কোনও অর্থ হয় না।
Be the first to comment