রাজ্যের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করুন, আইনত পদক্ষেপ করুন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা রাজ্যপাল জগদীপ ধনখড়ের।
শুক্রবার রাজ্যের পরিস্থিতি জানতে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যসচিবকে। আর শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন রাজ্যপাল। এদিন ধনখড় টুইটে লেখেন, গত তিনদিন ধরে পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আইনত পদক্ষেপ করুন।
পয়গম্বর বিতর্ক ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার বিস্তীর্ণ অংশে চলে অবরোধ। জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি নেতা নেত্রীদের গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়। রাত পর্যন্ত ওই অচলাবস্থা চলে। কোথাও কোথাও পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটে। গাড়িতে ভাঙচুর, এমনকী অগ্নিসংযোগও করা হয়। শুক্রবারও জেলার বেশকিছু এলাকায় অশান্তি চলে। পরিস্থিতির অবনতি হওয়ায় হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করে প্রশাসন।
বিজেপি নেত্রী নূপুর শর্মা ও নবীন জিন্দলের ধর্মীয় মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির ভূমিকা সমালোচনা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের ভূমিকা নিন্দনীয়। অসমর্থনযোগ্য। ফিরহাদের আরও কটাক্ষ, রাজ্যের শান্ত পরিবেশ নষ্ট করেছেন বিজেপি নেতারা। আর তাকে প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যের কিছু বিজেপি নেতা। কেন্দ্রের দুই বিজেপি নেতা অবিবেচকদের মতো মন্তব্য করেছেন সে বিষয়ে সুকান্ত-শুভেন্দুরা চুপ রয়েছে।
Be the first to comment