প্রতিবাদের ভাষা গান। গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়ার পর গান গাইলেন সুকান্ত মজুমদার। সুর মেলালেন। করতালিতে সঙ্গ দিলেন গ্রেফতার হওয়া বিজেপির অন্যকর্মীরা।
শনিবার বিকেল ৪:৩০। ১৪৪ ধারা ভেঙে হাওড়ায় ঢুকতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সভাপতি। গ্রেফতার হন বিজেপির অন্য কর্মীরাও। আটক করে তাঁদেরকে নিয়ে আসা হয় লালবাজারে। সেখানেই তাঁরা গানের মাধ্যমে প্রতিবাদ জানাতে থাকেন।
বিজেপির অন্য কর্মীদের সঙ্গে গলা মিলিয়ে গাইতে দেখা যায় সুকান্তকেও। প্রতিবাদের ভাষা জানতেই গাঙ্কে হাতিয়ার করেন তাঁরা। দূরে তখন নীরব দর্শক পুলিস। গানের ছত্রে রয়েছে সকলকে নিয়ে প্রতিবাদের ভাষা। মাথা তুলে প্রতিবাদের কথা বলা হয়েছে। দেশের জয়গান গাওয়ার কথা আহ্বান করা হয়েছে সকলকে।
গান অনেক ক্ষেত্রেই প্রতিবাদের ভাষা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিহাস সাক্ষী আছে। স্বাধীনতা আন্দোলনের একাধিক বিপ্লবীদের মনোবল বাড়াতে হাতিয়ার করা হয়েছিল গানকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানের মাধ্যমে বারবার বাম আমলের একাধিক ঘটনাকে সামনে এনেছেন।
রাজনৈতিক ভাবে বঙ্গে বিজেপি কোনঠাসা। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের মন্তব্য পরিস্থিতি জটিল করছে অনেকক্ষেত্রেই। তাই কী এবার সুকান্তরা গানের মাধ্যমে ‘অহিংস’ আন্দোলনের পথে গিয়ে নিজেদের মাটি কিছুটা ফিরে পাওয়ার চেষ্টা করছেন? সুকান্তদের গান গাওয়ার পরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
Be the first to comment