দীর্ঘদিন কড়া বিধিনিষেধ জারি করে লাগাম টানা গিয়েছিল বাংলার করোনার সংক্রমণে। কিন্তু সম্প্রতি নতুন করে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ফের আক্রান্তের সংখ্যা ছাড়াল একশোর গণ্ডি। লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও। তবে গত কয়েক দিন ধরে এ রাজ্যে করোনায় কোনও প্রাণহানি ঘটেনি।
রবিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন। দিন কয়েক আগেও সংখ্য়াটা পঞ্চাশের মধ্যে ছিল। দৈনিক পজিটিভিটি সামান্য কমে হল ১.৬০ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ২০ হাজার ২৯৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে রাজ্যে কারও মৃত্যু হয়নি। তবে সব মিলিয়ে এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৫ জন।
বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৫৪ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৮ হাজার ৩৬০ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৭১৩ জন। আর হাসপাতালে ভরতি ১৮ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্য়া লাগিয়ে বেড়ে দাঁড়ল ৭৩১ জনে।
Be the first to comment