উচ্চমাধ্যমিকে পাশ করানোর দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের! অফিস টাইমে হয়রানি নিত্যযাত্রীদের

Spread the love

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীদের পথ অবরোধ! সোনারপুর গ্রিনপার্ক শিক্ষাসদন হাইস্কুলের অকৃতকার্য ছাত্রছাত্রীরা সোমবার কামালগাজি রোড অবরোধ করে ৷ এদিকে এদিনই বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। দু’টি ক্ষেত্রেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় ৷ অফিস টাইমে ব্যাপক যানজটে নাকাল হলেন নিত্যযাত্রীরা ৷

জানা গিয়েছে, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় সোনারপুর গ্রিনপার্ক শিক্ষাসদন হাইস্কুলের ৮০ জন ছাত্রী ফেল করেছে৷ এরই প্রতিবাদে গুরুত্বপূর্ণ সোনারপুর কামালগাজি রোড অবরোধ করে ছাত্রীরা। এমনকি প্রধান শিক্ষক স্কুলেই আসেন না বলে ক্ষোভ উগরে দেন ছাত্রীরা। সপ্তাহের প্রথম দিন অফিস টাইমে রাস্তা অবরোধ হওযায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। ছাত্রছাত্রীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করেন তাঁরা।

অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায়, প্রতিবাদে এদিন বারাসতে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রিয়নাথ গার্লস স্কুলের ছাত্রীরা। তাদের দাবি, প্রত্যেককে পাশ করাতে হবে৷ বারাসত বনমালীপুর এলাকায় ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তাদের পাশ করানোর দাবি জানায় তারা৷ ৪০ জনের বেশি ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারেনি বলে দাবি ৷ সেই কারণে পথ অবরোধে সামিল হয় তারা। দীর্ঘক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, যারা ঠিকমতো সই করতে পারে না, তাদের পাশ করানো হয়েছে৷ কিন্তু যাদেরকে অকৃতকার্য করা হয়েছে তারা আসলে ভালো পড়াশোনায়। এত বড় ভুল বোর্ড কীভাবে করল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা ৷

এমনকি এই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালে, তারা কোনও সদুত্তর দিতে পারেনি বলেও দাবি তাদের৷ তাই বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয় তারা। প্রায় ১৫-২০ মিনিট এই অবস্থান থাকার পর বারাসত থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। যদিও গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে অফিস টাইমে এই অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়। আগামী দিনে তাদের দাবি মানা না হলে আবারও আন্দোলন করবে বলে জানায় ছাত্রীরা।

বারাসতের প্রিয়নাথ গার্লস স্কুলের এক ছাত্রীর অভিযোগ, আমরা এতটাও খারাপ পরীক্ষা দিইনি যে, ফেল করানো হবে৷ স্কুল কোনও দায়িত্ব নিতে চাইছে না৷ উল্টে আমাদেরই খারাপ ভাষায় কথা বলছেন শিক্ষিকারা ৷

অপর এক ছাত্রীর দাবি, আমাদের ফল আন সাকসেসফুল ৷ সারা বছর রাতের পর রাত জেগে আমরা পড়াশোনা করেছি ৷ নিজেদের ওপর আত্মবিশ্বাস আছে যে, আমরা কেউ ফেল করতে পারি না ৷ স্কুল আমাদের কোনওরকম সাহায্য করছে না বলে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*