সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে আরও কিছুটা এগিয়েছে বর্ষা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে সোমবার মালদহের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উত্তরসীমা।
ফলত, বলা যেতেই পারে দক্ষিণবঙ্গের প্রায় দুয়ারে এসে পৌঁছেছে বর্ষা। দেশের একাধিক রাজ্যে এখন প্রি মনসুন অর্থাৎ প্রাক মৌসুমী বায়ুর কারণে বৃষ্টি শুরু হয়ে গেছে৷ কিন্তু কিছু অংশে এখনও অবধি দেশের একাধিক অংশে গরমের কারণে নাজেহাল হয়ে যাচ্ছে জনজীবন৷ ওয়েদার রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুরো দেশে লু বা তাপপ্রবাহ থামবে৷ এমনটাই অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা৷ তামিলনাড়ু, দক্ষিণ পূর্ব রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হবে৷
Be the first to comment