ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, নরেন কান্দু, দীপক কান্দু সহ যে ৫ জনকে তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম রয়েছে চার্জশিটে। আজ পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তবে সিবিআই জানিয়েছে, তদন্ত শেষ হয়নি।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায়, ৮৮ দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। তাতে নাম রয়েছে পাঁচ জনের। ইতিমধ্যেই যাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন, তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, সুপারি কিলার কলেবর সিংহ, মহম্মদ আশিকএবং সত্যবান প্রামাণিক নামে এক হোটেল ব্যবসায়ীর, যাঁকে গ্রেফতার করেছে সিবিআই।
Be the first to comment