রাহুলের সমর্থনে আজ ফের রাজধানীর পথে কংগ্রেস

Spread the love

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে ইডির তলবের প্রতিবাদে মঙ্গলবারও দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে কেন্দ্র। দিল্লি-সহ বহু রাজ্যে এদিনও কংগ্রেসের নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বিধাননগরে ইডি দফতরের সামনে আজ দুপুরে বিক্ষোভ সভা করবে।

এদিকে সোমবার রাহুল গান্ধীকে ১০ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবারও ফের তাঁকে তলব করেছে ইডি। গতকাল প্রথম দফায় ৩ ঘণ্টা এবং দ্বিতীয় দফায় ৭ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত প্রায় ১১টা নাগাদ দিল্লির ইডির অফিস থেকে বেরিয়ে যান রাহুল। তারপরেও রাহুলকে নিস্তার দিতে রাজি নয় ইডি। ইডির দফতরে হাজিরা দিতে যাওয়ার আগে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছে গিয়েছেন দাদা রাহুলের বাড়িতে।

রাহুল গান্ধীকে ইডির তলবের বিরুদ্ধে সোমবারও রাস্তায় নামেন কংগ্রেসের নেতা-কর্মীরা। বিভিন্ন রাজ্যে ইডির দফতরের সামনে কংগ্রেস কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান। কোথাও কোথাও পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি পর্যন্ত হয়। খোদ দিল্লিতে কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকে পুলিস গ্রেফতার করে। ধৃতদের মধ্যে ছিলেন প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, মুকুল ওয়াসনিক, দিকবিজয় সিং, দীপেন্দ্র হুডা, পবন খেরা, পি এল পুনিয়া, মীনাক্ষী নটরাজনের মতো আরও অনেকে। সেন্ট্রাল দিল্লিতে ইডি অফিসে যাওয়ার পথে ওই নেতাদের পুলিস গ্রেফতার করে।

শুধু দিল্লিতেই নয়, রাহুলকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, ছত্তিশগড়-সহ বহু রাজ্যে। এই ঘটনা প্রায় রাতারাতি কংগ্রেসকে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এদিন সকালেই দাদার সঙ্গে দিল্লিতে ইডির দফতরে যান একই গাড়িতে। সকাল থেকেই ওই দফতরের সামনে কংগ্রেসের নেতা-কর্মীদের ভিড় ছিল দেখার মতো। তাঁরা রাহুল গান্ধীর নামে জিন্দাবাদ ধ্বনি দিতে থাকেন। ভিড় ছেলে রাহুলকে ইডি দফতরে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেয়ে যায় দিল্লি পুলিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*