তিনিই বলেছিলেন, হাজিরা এড়াতে যেন পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম বা কোনও হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি না হয়ে যান ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে তাঁর ‘শ্লেষ’ ছিল তখন তীব্র। আর মাস খানেক পর সেই পার্থ সম্পর্কে ‘মনোভাব’ পাল্টে ফেললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী সম্পর্কে তাঁর পূর্ব-কথন প্রত্যাহারে কোনও আপত্তি নেই।
পার্থ চট্টোপাধ্যায়-শিক্ষা ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ-সিবিআই তদন্তের নির্দেশ-অভিজিৎ গঙ্গোপাধ্যায়—গত দেড় মাস ধরে রাজ্য-রাজ্যনীতির অন্যতম চর্চিত বিষয়। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ ছিল কোনও মতেই এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া চলবে না। প্রয়োজন হলে সিবিআই তাঁর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নিতে পারবে। পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করতেও শোনা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷
মঙ্গলবার সেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় শোনা গেল ভিন্ন সুর। বললেন, নিয়োগ দুর্নীতির পিছনে উনি নেই। অন্য কোনও ব্যক্তি আছে। আমি জানি উনি ভাল মানুষ। শুধু খেতে খুব ভালবাসেন। আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু বলেছি। সেটা তুলে নিতে আমার কোনও ইগো নেই। আপনি এটা বলে দেবেন। মুখ্যমন্ত্রীর কাছে আমি যে কৃতজ্ঞ, সেটাও আমি খোলাখুলিই বলেছি।
Be the first to comment