আরও একটি মামলার তদন্তের দায়িত্ব পেলেন আইপিএস দময়ন্তী সেন। মাড়োয়ারি গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হল তাঁকে। বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলায় বিশেষ টিম গঠন করে তদন্ত করবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।
রসিকার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ঘটনার পর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও তদন্ত এগোয়নি। পুলিস অভিযুক্তদের খুঁজে বের করতে পারিনি। মামলা তাড়াতাড়ি নিষ্পত্তি করা হোক। রাজ্যের তরফে জানানো হয়, তদন্ত হলে ক্ষতি নেই। তারপরই বিচারপতি শম্পা সরকার আইপিএস দময়ন্তী সেনের হাতে তদন্তভার তুলে দেন। কলকাতা পুলিসের টিম নিয়ে তিনি তদন্ত করবেন।
২০২১-এর ১৬ ফেব্রুয়ারি বিয়ের এক বছরের মাথায় শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা জৈন আগরওয়ালের মৃত্যু হয়। শ্বশুরবাড়ির টেরেসের নীচে পাওয়া গিয়েছিল রসিকার দেহ। মৃতের মা-বাবার অভিযোগের আঙুল তাঁর জামাই ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মহেন্দ্রকুমার জৈনের অভিযোগের ভিত্তিতে কুশল আগরওয়াল ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, বধূ নির্যাতন ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে।
Be the first to comment