আতঙ্ক বাড়াচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় আট হাজারের বেশি আক্রান্ত

Spread the love

গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮২২ জন। মঙ্গলবারই দেশে দৈনিক সংক্রমণ ছিল বেশ খানিকটা কম। কিন্তু বুধবার ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা। বুধবারের আপডেট অনুযায়ী, বেড়েছে দৈনিক সংক্রমণ। একইসঙ্গে অ্যাকটিভ কেসও বেড়েছে। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের হার ০.১২ শতাংশ হলেও, অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৬৩৭ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৫,৭১৮ জন জন। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৮৮ জন সুস্থ হয়েছেন। বুধবার দেশে সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। দেশে এখনও পর্যন্ত এই মারণ রোগে মৃত্যু হয়েছে  ৫ লক্ষ ২৪ হাজার ৭৯২ জনের।

দেশের মোট আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রের সংক্রমণ বৃদ্ধি ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে৷বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯০০ জনেরও বেশি। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এমনকি সেই রাজ্যের স্বাস্থ্য বিভাগের আপডেট অনুযায়ী, দৈনিক আক্রান্তের মধ্যে B.A.5 ভ্যারিয়েন্টও রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*