কয়লা পাচার কাণ্ডে নিজাম প্যালেসে হাজির শওকত মোল্লা, শুরু জিজ্ঞাসাবাদ

Spread the love

কয়লা পাচার কাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে বুধবার জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এদিন নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন। গত কয়েক সপ্তাহ আগে সিবিআই-এর তরফে শওকত মোল্লাকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল। কিন্তু সে বার তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আইনজীবী মারফত তিনি সিবিআই-এর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন। এরপরেই তাঁকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠায় সিবিআই। বুধবার নিজাম প্যালেসে তলব করা হয় তাঁকে।

উল্লেখ্য, আসানসোল-রানিগঞ্জ এলাকার বিভিন্ন কয়লা খাদান থেকে একাধিকবার বেআইনি ভাবে কয়লা উত্তোলন করে রাজ্যের অন্যান্য জায়গায় সরবরাহ করা হয়েছিল বলে সিবিআই জানতে পেরেছে। যেখানে যেখানে সেই কয়লা সরবরাহ করা হয়েছিল তার মধ্যে অন্যতম হল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব এলাকা। তদন্ত করে সিবিআই-এর গোয়েন্দারা জানতে পেরেছেন, ক্যানিং পূর্ব অঞ্চলে একাধিক ইটভাটা রয়েছে। এই সব ইটভাটার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে শওকত মোল্লার।

ফলে সংশ্লিষ্ট ইটভাটাগুলিতে বেআইনি ভাবে উত্তোলন করা কয়লার জ্বালানি ব্যবহার করা হয়েছিল বলে সিবিআই-এর অনুমান। ফলে সেই কয়লা কেন বেআইনি ভাবে ইটভাটাগুলিতে কাজে লাগানো হল, তা জানার জন্যই ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে সিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*