বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন, পাল্লা রোড স্টেশনে অবরোধ

Spread the love

অফিস টাইমে রেল অবরোধ। বর্ধমান-হাওড়া কর্ড শাখার পাল্লা রোড স্টেশনে চললো রেল অবরোধ। গ্রাম্য রাস্তাতে রেল প্রাচীর তুলে দেওয়ার আশঙ্কা ও রেলের জায়গার বাইরে থাকা দোকান-ঘরও ভেঙে দেওয়ার অভিযোগে একেবারে পাল্লা রোড স্টেশনে নেমে ট্রেন অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ফলে বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য বিঘ্ন হয়। বুধবার সকাল ১০টা নাগাদ হঠাৎ করে রেল অবরোধের ঘটনায় চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। হয়রানির শিকার হন নিত্যযাত্রীরাও। তবে রেল পুলিশের তৎপরতায় অবরোধ বেশিক্ষণ চলেনি। ২০ মিনিটের মধ্যেই RPF এবং GRP-র আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। তারপর ধীরে-ধীরে বর্ধমান-হাওড়া কর্ড লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

জানা গিয়েছে, স্টেশনে কাজের জন্য পাল্লা রোড স্টেশন সংলগ্ন ছোট ছোট ঘর ও দোকান রেলের তরফে ভেঙে দেওয়া হয়েছে। এবার স্টেশনের পাশ দিয়ে আদিবাসী পাড়ায় যাওয়ার গ্রাম্য রাস্তাতেও প্রাচীর তুলতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এবং প্রাচীর না তোলার দাবিতে এদিন একেবারে রেল লাইনে নেমে ট্রেন অবরোধ করেন আদিবাসী পাড়ার বাসিন্দারা। সকাল ১০টা নাগাদ, একেবারে অফিস টাইমে রেললাইনে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।

পাল্লা রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের রেল লাইনে নেমে বিক্ষোভ-প্রতিবাদের জেরে স্টেশনে ঢোকার মুখে আটকে যায় হাওড়া-বর্ধমান লোকাল। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পাল্লা রোডের রেল আধিকারিক থেকে RPF ও GRP কর্মীরা। তারপর তাঁরা স্টেশনের পাশ দিয়ে প্রাচীর না তোলার আশ্বাস দেন। সেই আশ্বাসে শান্ত হয়ে প্রায় ২০ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

তবে দিনের ব্যস্ত সময়ে, একেবারে অফিস টাইমে পাল্লা রোড স্টেশনে টানা ২০ মিনিট ধরে রেল অবরোধের জেরে বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। মাঝপথেই দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লোকাল ট্রেন। চরম সমস্যায় পড়েন অফিসযাত্রীরা। ২০ মিনিট পর অবরোধ উঠতেই অবশ্য বর্ধমান-হাওড়া কর্ড শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*