ধৃত আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বগটুই-কাণ্ডের অন্যতম অভিযুক্ত ধৃত এই তৃণমূল নেতা। অভিযোগ, আনারুলের মোবাইল বাজেয়াপ্তর খবর আদালতে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে এমনই অভিযোগ নিয়ে দ্বারস্থ আনারুলের আইনজীবি অনির্বাণ গুহঠাকুরতার। অভিযোগ, বাজেয়াপ্ত করার পর আনারুলের ‘মোবাইল ট্যাম্পারিং’ করেছে সিবিআই ।
বুধবার রামপুরহাট মহ্কুমা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারকের এজলাসে এই অভিযোগ তুলে লিখিত আবেদন করা হয় । আনারুলের আইনজীবির দাবী, আদালত সেই আবেদন গ্রহন করেছে। এই বিষয়ে সিবিআইকে বিচারক জানিয়েছেন, হাই কোর্টের নির্দেশে আপনারা তদন্ত করছেন । কিন্তু, কোনও রকম আইন বহির্ভূত কাজ হলে আদালত সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে ।
প্রথম থেকেই আনারুল হোসেনের বাজেয়াপ্ত মোবাইল জমা দেওয়ার ক্ষেত্রে কোনও রকম ‘আইন লঙ্ঘন’ করা হয়নি বলেই দাবি করে এসেছেন সিবিআইয়ের আইনজীবী। এই মামলার আগামি শুনানি ২৯ জুন।
গত সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আনারুল হোসেন। রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। যে কারণে এদিন আনারুল হোসেনকে আদালতে পেশ করার নির্দেশ থাকলেও আনারুলকে আদালতে তোলা হয়নি ।
Be the first to comment