সেনা বাহিনীতে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠল প্রায় গোটা দেশ। বৃহস্পতিবার সকাল থেকে বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যে যুবকরা এই প্রকল্পের প্রতিবাদে পথে নেমে পড়েছেন। রাস্তা, ট্রেন অবরোধ থেকে শুরু করে ভাঙচুর আগুন কিছুই বাদ যায়নি এই প্রতিবাদী আন্দোলনে। বিহার থেকেই সূত্রপাত হয়েছে এই প্রতিবাদের। পরে তা ছড়িয়ে যায় বিভিন্ন রাজ্যে। সেনা বহিনীতে নিয়োগের এই নয়া প্রকল্পের ঘোষণা মাত্রই যে পরিস্থিতি এরকম উত্তাল হয়ে উঠবে তা কেন্দ্রীয় সরকারের ভাবনার বাইরে ছিল।
এদিন সকাল থেকেই বিহারের পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ওই রাজ্যের নওয়াদা, ছাপড়া, সিওয়ান, ভাগলপুর-সহ বিভিন্ন শহরে যুব সম্প্রদায় অগ্নিপথের বিরুদ্ধে পথে নেমে পড়ে। নওয়াদায় বিজেপি বিধায়ক অরুণা দেবীর গাড়ি আক্রান্ত হয়। তাঁর অভিযোগ, আক্রমণকারীরা কেউ ছাত্র নয়, তারা দুষ্কৃতী। সিওয়ানে বিক্ষোভকারীরা রেললাইন অবরোধ করে। অবরোধ হয় ভাগলপুরেও। বেগুসরাইয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। বিহারের সহর্সতেও রেললাইন অবরোধ করে ট্রেন আটকে দেওয়া হয়। আরায় একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় পুলিসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও ঘটে।
মাস কয়েক আগে রেলে নিয়োগে দুর্নীতির প্রতিবাদে এরকমই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিহার-সহ বেশ কয়েকটি রাজ্য। তখনও বিহারে একাধিক ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। দিন তিনেকের জন্য বিপর্যস্ত হয়ে পড়েছিল ট্রেন চলাচল।
Be the first to comment