এসএসসি দুর্নীতি মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদে হানা দিল সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের ডিরোজিও ভবনে সিবিআইয়ের ৬ প্রতিনিধি দল তল্লাশি চালাচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পর্ষদের কর্মী ও আধিকারিকদের। অ্যাডমিন পারমিতা রায়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
প্রাথমিক স্তরে ২৬৯ জনের নিয়োগ ইতিমধ্যেই বাতিল করেছে হাইকোর্ট। এঁরা যাতে নিজেদের স্কুলে প্রবেশ করতে না পারেন সেরকম নির্দেশও দেওয়া হয়েছে। একইভাবে গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং নবম দশমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট অনেক চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, মামলার তদন্তে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই আজ সকাল ৯টা ১৫ নাগাদ পৌঁছয় সিবিআই দল। তবে পর্ষদ সভাপতি এদিন ডিরোজিও ভবনে ছিলেন না। সিবিআই অফিসাররা অ্যাডমিন পারমিতা রায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পর্ষদ সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনের একাধিক কর্তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও তাদের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পেয়েছে। ওই কমিটিও পর্ষদ সভাপতি-সহ অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে কমিশন ডিভিশন বেঞ্চে গিয়েছিল। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ওই ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে।
ওই নির্দেশের ভিত্তিতেই সিবিআই তদন্ত চালাচ্ছে। তদন্ত শুরু করলেও সিবিআই এতদিন পর্যন্ত পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করেনি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই প্রক্রিয়াও শুরু করল। তারই অঙ্গ হিসেবে এদিন সিবিআই অফিসাররা ডিরোজিও ভবনে যান। সূত্রের খবর, খুব শীঘ্রই কল্যাণময়কেও সিবিআই দফতরে তলব করা হবে।
Be the first to comment