ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। বৃহস্পতিবার নাম না করে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর মন্দিরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ধর্ম নিয়ে রাজনীতির কারবারিদের কঠোর সমালোচনা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এদিন তিনি বলেন, মস্তিষ্কটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। অনেকে আছে যারা সেটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। সব সময় পাথর ছুঁড়ছে, গাড়িতে আগুন জ্বালাচ্ছে। কৈকেয়ী ও মন্থরার মতো তাঁদের মাথায় সবসময় কুভাবনা ঘুরে বেড়াচ্ছে।
এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছেই প্রথমে পুজো দেন মমতা। লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করতে ভবতারিণী মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী। মন্দিরের নাটমন্দিরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। এছাড়াও একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আলো ও ধ্বনির প্রদর্শনীর পরেই বক্তব্য রাখতে ওঠেন মমতা। শুরুতেই তিনি মন্দির কর্তৃপক্ষের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে বলেন, এই প্রকল্পের ফাইলপত্র নিয়ে এরা দিল্লি গিয়েছিল। কিন্তু সেখানে কোনও সাড়া পায়নি। তখন আমিই তাঁদের বলেছিলাম, মায়ের জন্য আমি বেঁচে থাকতে কখনও কারও কাছে হাত পাততে যাবে না। তারপর কেএমডিএ-র সাহায্যে এটা সম্পন্ন হয়।
মমতা আরও বলেন, কালীঘাটেও দক্ষিণেশ্বরের আদলে স্কাইওয়াকের কাজ হবে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির-মসজিদের সংস্কার ও বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকারের কোটি কোটি টাকা সাহায্যের বিবরণ দেন। এই প্রসঙ্গেই তিনি বলেন, রাসমণি বা রামকৃষ্ণ যেই হন না কেন, আমাদের দেশের মহাপুরুষরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। আমিও তা বিশ্বাস করি। মাথাটাকে ভালো কাজে খাটান আপনারা। ওটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবেন না।
দক্ষিণেশ্বর ও বেলুড়ের উন্নয়ন প্রকল্পে তাঁর সরকারের হাত বাড়িয়ে দেওয়ার প্রসঙ্গেই মমতা জানিয়ে দেন, মায়াপুরের ইস্কনকেও তাঁর সরকার বিপুল পরিমাণ জমি দিয়েছে। সেখানে তারা হেলিপ্যাড ও হোটেল তৈরি করবে। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে স্টেশন করে দিয়েছি। এখানে স্থায়ী জেটি করে দিয়েছি। এবার এখানে হেলিপ্যাডও তৈরি করে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
Be the first to comment