প্রায় ১০ ঘন্টা তল্লাশি শেষে মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। এসএসসি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার সকাল থেকেই সল্টলেকের ডিরোজিও ভবনে সিবিআইয়ের ৬ প্রতিনিধি দল তল্লাশি চালায়। সূত্রের খবর, ডিরোজিও ভবন থেকে সিবিআই অফিসাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে যান।
এদিন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ডিরোজিও ভবনে যান সিবিআই আধিকারিকরা। তখন তিনি ডিরোজিও ভবনে না থাকায় অ্যাডমিন পারমিতা রায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, তাঁর প্রত্যেকটি বয়ান রেকর্ড করা হয়েছে। সিবিআই অফিসারদের আরও একটি দল এদিন যায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে। সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি চলে।
এদিন বিকেলে সিবিআই অফিসাররা হানা দেন কাদাপাড়ায় পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে কল্যাণকে নিয়ে আসা হয় ডিরোজিও ভবনে। সূত্রের খবর, ওই ভবনেই তাঁকে এদিন জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। এর আগে তাঁকে অনেকবার তলব করলেও কল্যাণময় হাজিরা দেননি। সেই কারণেই সিবিআই অফিসাররা সোজা চলে যান তাঁর বাড়িতে।
এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পর্ষদ সভাপতি এবং স্কুল সার্ভিস কমিশনের একাধিক কর্তার বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিও তাদের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পেয়েছে। ওই কমিটিও পর্ষদ সভাপতি-সহ অনেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে কমিশন ডিভিশন বেঞ্চে গিয়েছিল। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ওই ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে।
Be the first to comment