শুক্রবার সকালে আবার বিহারে ট্রেনে অগ্নিসংযোগ করলেন আন্দোলনকারীরা। কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরানো হয়। দুটি কামরা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে খবর।
রেল সূত্রে খবর, শুক্রবার সকালে বিহারের মহিউদ্দিননগর স্টেশনে বিক্ষোভ শুরু করে একদল জনতা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। বালিয়া জেলার একাধিক রেল স্টেশনে ঢুকে চলে ভাঙচুর। বিভিন্ন জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। বুধবার থেকেই বিহারের গয়া, পটনা, মুজফফ্রপুর-সহ নানা জায়গায় চাকরিপ্রার্থীরা রেললাইন অবরোধ শুরু করেছিলেন। উত্তেজনা বাড়ে বৃহস্পতিবার। বিহারের বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় বিক্ষোভ শুরু হয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয়েছে জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। একই পরিস্থিতি উত্তরপ্রদেশেও।
Be the first to comment