লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

Spread the love

দাউ দাউ করে জ্বলছে ট্রেন ৷ এমনই দৃশ্য দেখা গেল বিহারের লখিসরাই স্টেশনে ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের আগুন আজও নেভেনি। ছাত্ররা রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এর ফলে বেশ কিছু ট্রেন কয়েক ঘণ্টা ধরে আটকে রয়েছে ৷ শুক্রবার ভোর ৫ টা নাগাদ বিক্ষুব্ধ ছাত্ররা ট্রেনে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ৷

লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড-সহ অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ চলছে ৷ মঙ্গলবার স্থল, জল এবং বায়ু মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নতুন ‘অগ্নিপথ’ প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এতে সুযোগ পাওয়া জওয়ানরা ৪ বছর কাজ করতে পারবেন ৷ মেয়াদ শেষে মোট নিয়োগের ২৫ শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে ৷ বাকিদের চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা ৷ উল্টে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে ৷ মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে ৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি ৷

দু’বছর বাদে ২০২২-এ এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের বয়স ১৭-২১ বছর পর্যন্ত ছিল ৷ পরে লাগাতার আন্দোলনের ফলে বৃহস্পতিবার মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ বছর করার কথা জানায় ৷ তাতেও থামেনি বিক্ষোভ ৷ তিন দিন ধরে প্রতিবাদের আগুন জ্বলছে দেশজুড়ে ৷

বিক্ষুব্ধ জনতা ট্রেনযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়েছে ৷ ট্রেন ছেড়ে পালিয়ে গিয়েছে যাত্রীরা ৷ তাদের কাছ থেকে লুট করা জিনিসপত্র নিয়ে বক্সারের রেললাইনে বসেছে বিক্ষুব্ধরা ৷ দুমরাও রেল স্টেশনে আপ-ডাউন লাইনও ব্লক করেছে ৷ দিল্লি-কলকাতা রেলের মেন রোড অবরোধ হওয়ায় বহু ট্রেনই সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*