অগ্নিপথ আন্দোলনের আঁচ দিল্লিতে, গুরুগ্রামে ১৪৪ ধারা জারি

Spread the love

অগ্নিপথ আন্দোলনের আঁচ লাগল এবার রাজধানী দিল্লিতে। শুক্রবার বাম ছাত্র সংগঠন আইসার সমর্থকরা দিল্লির আইটিও মেট্রো স্টেশনে। তুমুল বিক্ষোভ দেখান অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ছাত্রছাত্রীরা বসে পড়েন। তাঁদের সঙ্গে দিল্লি পুলিসের তুমুল ধস্তাধস্তি চলে। আইটিও সংলগ্ন সমস্ত মেট্রো গেট বন্ধ করে দিয়েছে পুলিস। বিক্ষোভস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়।

উত্তেজনা ছড়িয়েছে সংলগ্ন গুরুগ্রামেও।এদিন সকাল থেকেই গোটা জেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বলা হয়েছে, কোনও স্থলেই চারজনের বেশি লোক যেন জমায়েত না হয়। সেরকম জমায়েত দেখলেই পুলিস তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।

দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই উত্তপ্ত। বহু এলাকায় গত তিনদিন ধরে অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ চলছে। বাস ভাঙচুর, রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ সবই চলছে। অভিযোগ, পুলিস নীরব দর্শকের ভূমিকা নিয়েছে। তবে এতদিন রাজধানী দিল্লিতে অগ্নিপথ আন্দোলনের আঁচ লাগেনি। এবার তার ঢেউ এসে পৌঁছল দিল্লিতে। সিপিএমের ছাত্র এবং যুব সংগঠন ১৮ থেকে ২০ জুন পর্যন্ত সারা দেশে অগ্নিপথ প্রক্ল্প বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এসএফআই এবং ডিওয়াইএফ নেতৃত্ব জানান, দিল্লিতেও তাঁদের আন্দোলন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*