প্রকাশিত হল এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। ব়্যাংক পেয়েছে ৯৮.৫ শতাংশ পরীক্ষার্থী ৷ সফল পরীক্ষার্থী ৮০,১৩২ জন ৷ এদের মধ্যে ছাত্রী ৭৩ শতাংশ ৷ ছাত্র ২৬.৮ শতাংশ ৷ শতাংশের হিসেবে ভালো করেছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলি ৷
প্রকাশিত তালিকা অনুযায়ী, এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বারাকপুর হীমাংশু শেখর। দ্বিতীয় স্থানাধিকারীর নামও হিমাংশু শেখর। তিনি শিলিগুড়ির ছাত্রী। তৃতীয় হয়েছেন সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জাহ্নবী শ এবং কোচবিহারের কৌস্তভ চৌধুরী। সৌম্যপ্রভ দে হয়েছেন ষষ্ঠ। সপ্তম স্থান দখল করেছেন ঝাড়খণ্ডের বাসিন্দা দেবরাজ কর্মকার। অষ্টম স্থানে রয়েছেন কলকাতার অগ্নিদ্ধ্র দে। অনয় অধিকারী এবং শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় যথাক্রমে নবম এবং দশম হয়েছেন। তালিকার প্রথম দশের ছ’জনই CBSE বোর্ডের পড়ুয়া। দু’জন রয়েছেন ISC বোর্ডের।
প্রথম: হিমাংশু শেখর, সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর (সিবিএসই)
দ্বিতীয়: হিমাংশু শেখর, নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুল, শিলিগুড়ি (সিবিএসই)
তৃতীয়: সপ্তর্ষি মুখোপাধ্যায়, ফিউচার ফাউন্ডেশন স্কুল, কলকাতা (আইএসসি)
চতুর্থ: জাহ্নবী সাউ, সাউথ পয়েন্ট স্কুল, কলকাতা (সিবিএসই)
পঞ্চম: কৌস্তুভ চৌধুরী, জেনকিন্স স্কুল, কোচবিহার (রাজ্য বোর্ড)
ষষ্ঠ: সৌম্যপ্রভ দে, কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল, পূর্ব মেদিনীপুর (রাজ্য বোর্ড)
সপ্তম: দেবরাজ কর্মকার, ডিবিএমএস কদমা হাই স্কুল, জামশেদপুর (সিবিএসই)
অষ্টম: অগ্নিদ্ধ্র দে, সাউথ পয়েন্ট স্কুল, কলকাতা (সিবিএসই)
নবম: অয়ন অধিকারী, ক্যালকাটা বয়েজ হাই স্কুল, কলকাতা (আইএসসি)
দশম: শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল, ব্যারাকপুর (সিবিএসই)
প্রথম দশে CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা দাপট দেখালেও পাশের হারের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই বোর্ডের মোট পরীক্ষার্থীর ৫২.২০ শতাংশই উত্তীর্ণ হয়েছেন। ৪১ হাজার ৮৩৯ জনই পাশ করেছেন। ISC বোর্ডের পরীক্ষার্থীদের পাশের হার ২.৬৮ শতাংশ। CBSE বোর্ডের পড়ুয়াদের পাশের হার ২৭.৭৪ শতাংশ। অন্যান্য পাশের হার ১৭.৩৭ শতাংশ।
শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান অমলেন্দু সাহা। পরীক্ষার মাত্র দেড় মাসের মধ্যে প্রকাশিত হল ফলাফল। এবার পরীক্ষা নেওয়া হয়েছিল ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা নেওয়া হয়েছিল ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচারে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে কাউন্সিলের রেজিস্ট্রেশন শুরু করা যাবে বলে আশাপ্রকাশ করেন অমলেন্দু সাহা। সেপ্টেম্বরের শেষে কাউন্সেলিং শেষ হবে বলে জানা গিয়েছে ৷
শুক্রবার বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে দেখতে পাবে ফলাফল এবং ব়্যাংক কার্ড ডাউনলোড করা যাবে। ব়্যাংক কার্ড পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্ম তারিখ, আবেদনের নম্বর, ব়্যাংক, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য দেওয়া থাকবে। ফল জানা যাবে, www.wbjeeb.nic.in, www.wbjeeb.in -এই ওয়েবসাইটে।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লক্ষ ২ হাজার। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৭৭ টি। মোট কেন্দ্রের মধ্যে এই রাজ্যে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৭৪টি। মোট ২০০ নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছিল।
Be the first to comment