চাঁদা তুললেই দল থেকে বহিষ্কার, একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের

Spread the love

একুশে জুলাইয়ের সমাবেশের জন্য তোলা যাবে না চাঁদা। কেউ নির্দেশ অমান্য করলে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। শুক্রবার ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি বৈঠকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বাসিন্দাদের আরও বেশি করে সমাবেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।

প্রতি বছর ২১ জুলাইয়ের সমাবেশ থেকে দলের গোটা বছরের কর্তব্য ঠিক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র-বিরোধী লড়াইয়ের অভিমুখ স্পষ্ট করে দেন। দল ইতিমধ্যে বড় হয়েছে। রাজ্যের বাইরে পা রেখেছে শুধু নয়, একাধিক রাজ্যে লড়াইয়ের মধ্যে দিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। তার উপর আবার পরপর দু’বছর ভার্চুয়ালি একুশে জুলাই পালন করেছে তৃণমূল। সে কারণে এবারের একুশে জুলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কীভাবে সমাবেশের আয়োজন করা হবে, তা স্থির করতে এদিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক করেন অভিষেক। তাতেই দলের নেতারা অংশ নেন।

২১শে জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগ আমাদের চিরস্মরণীয়। সকল তৃণমূল কংগ্রেসকর্মীর কাছে এই দিনটি অত্যন্ত আবেগের। গত দুই…

Posted by Abhishek Banerjee on Friday, June 17, 2022

ওই বৈঠকেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি সাফ বলেন, একুশের সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। ২৪ ঘণ্টার মধ্যে কড়া হবে বহিষ্কার।

উল্লেখ্য, এর আগে হলদিয়ায় শ্রমিক সমাবেশে যোগ দিয়েও জোর করে টাকা আদায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। তৃণমূল করলে এসব করা যাবে না, কড়া ভাষায় সেকথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*