দেশজুড়ে প্রবল বিক্ষোভ, এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রের

Spread the love

দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে এবার অগ্নিবীরদের চাকরি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ, শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইটে একথা জানিয়েছে। একই সঙ্গে অগ্নিবীরদের জন্য বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইটে লিখেছে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়া হবে। অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

অগ্নিপথের বিরোধিতায় পথে নেমেছে যুবসমাজের একাংশ। ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেনও। লখিসরাই এবং সেকেন্দ্রাবাদে মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ২৪ জুন থেকে কেন্দ্রের ঘোষিত নতুন অগ্নিপথ প্রকল্পে যুবক-যুবতীদের নিয়োগ শুরু হবে ৷

মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনা বাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনা বাহিনীতে স্থায়ী পদে যোগদান করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*