এসেছে বর্ষা ৷ কমেছে গরমের তীব্র দহনজ্বালা ৷ তাই অভিভাবকদের দাবি মেনে সোমবার থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে বেশ কয়েকটি বেসরকারি স্কুল ৷ ২০ জুন থেকে ক্লাস হবে স্কটিশ চার্চ, ফিউচার ফাউন্ডেশন, লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়ালের মতো স্কুলগুলিতে ৷
তবে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে আগের মতোই ‘গরমের ছুটি’ বহাল থাকছে ৷ কেবলমাত্র চার্চেস অফ নর্থ ইন্ডিয়ার অধীনে থাকা স্কুলগুলিই খুলছে৷ এদিকে ছেলে-মেয়েদের স্কুল খোলার খবরে খুশি অভিভাবকরা ৷ স্কুলগুলির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাঁরা ৷
শুক্রবার স্কুলগুলি নোটিস জারি করে ২০ তারিখ থেকে সশরীরে ক্লাসে উপস্থিত থাকার কথা পড়ুয়াদের জানিয়েছে ৷ উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের তরফে জারি করা নোটিসে বলা হয়েছে, সোমবার থেকে অফলাইনে ক্লাস শুরু হবে ৷ তবে প্রথম দু’দিন চারটে পিরিয়ড হবে ৷ ওই দিন দুপুর তিনটে থেকে উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের মার্কশিটও দেওয়া হবে। পড়ুয়ারা সঙ্গে যেন অ্যাডমিট কার্ড নিয়ে আসেন ৷ লা মার্টিনিয়ার ফর বয়েস স্কুলের তরফে ক্লাস চালুর নোটিস বের করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, কলকাতার বিশপের নির্দেশে ২০ জুন থেকে অফলাইনে ক্লাস শুরু হচ্ছে ৷
Be the first to comment