করোনা কালে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ সাড়া ফেলেছিল গোটা রাজ্যে। এবার সেই ধাঁচেই ডায়মন্ড হারবার এলাকায় শুরু হতে চলেছে নয়া পরিষেবা। যেখানে এক ফোনেই সাংসদকে অভাব-অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। শনিবার এই পরিষেবার উদ্বোধন করতে চলেছেন খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হচ্ছে নয়া টোল ফ্রি হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭। সূত্রের খবর, এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। সমাধানও হবে দ্রুত। পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘এক ডাকে অভিষেক’ অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা। সাধারণত ভোটে জেতার পর এলাকায় জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে। তৃণমূল জমানায় অনেকাংশেই সেই ‘মিথ’ ভেঙেছে। এই পরিষেবা চালু করে অভিষেক কার্যত প্রমাণ করে দিলেন, শুধুমাত্র নির্বাচনী রাজনীতি তিনি করেন না। বরং মানুষের পাশে দাঁড়াতেই ভালবাসেন এই জননেতা, এমনটাই বলছে তাঁর সংসদীয় এলাকার বাসিন্দারা।
করোনা পরিস্থিতি হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন পরিস্থিতিতে রাস্তায় নামতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে তৃণমূলস্তরের কর্মীদের মতো মানুষের দুয়ারে-দুয়ারে গিয়েছেন তিনি। ঘূর্ণিঝড় আমফানের পর অভিষেক ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন। রাস্তায় পড়ে থাকা গাছ সরিয়েছেন।
এমনকী, যে সমস্ত অস্থায়ী শিবিরে দুর্ভোগ পীড়িত মানুষকে রাখা হয়েছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। সকলের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের খোঁজ নিয়েছিলেন। আবার ঘূর্ণিঝড় যশ বা ইয়াসের পর ছুটে গিয়েছিলেন মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে। করোনা কালে ‘ডায়মন্ড হারবার মডেল’ চালু করে, বাড়ি-বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করিয়েও নজির গড়েছিলেন তৃণমূলের সেনাপতি। বুঝিয়ে দিয়েছিলেন, মানুষের সঙ্গে সবসময় রয়েছেন তিনি। এবার বছরভর সংসদীয় এলাকার মানুষের অভাব অভিযোগ শুনে তা দ্রুত সমাধানের স্বার্থে হেল্পলাইনও চালু করতে চলেছেন তিনি।
Be the first to comment