অগ্নিপথ প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ এক শ্রেণির মানুষ এই বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানান, অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের সঙ্গে শলা-পরামর্শের পর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷
অগ্নিপথের বিরোধিতায় পথে নেমেছে যুবসমাজের একাংশ। ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেনও। লখিসরাই এবং সেকেন্দ্রাবাদে মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ২৪ জুন থেকে কেন্দ্রের ঘোষিত নতুন অগ্নিপথ প্রকল্পে যুবক-যুবতীদের নিয়োগ শুরু হবে৷
এদিকে দেশজুড়ে প্রবল বিক্ষোভের মধ্যে অগ্নিবীরদের চাকরি নিয়ে নতুন সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ, শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইটে একথা জানিয়েছে। একই সঙ্গে অগ্নিবীরদের জন্য বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রক৷
মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের ভারতীয় তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনা বাহিনীতে নিয়োগ করা হবে। বছরে ৪৫ হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে। মেয়াদ শেষে ২৫ শতাংশ সেনাকে সরাসরি সেনা বাহিনীতে স্থায়ী পদে যোগদান করা হবে। বাকি ৭৫ শতাংশকে এককালীন আর্থিক সাহায্য করে কার্যত বিদায় দেওয়া হবে।
Be the first to comment