সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল গোটা দেশ। বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পঞ্জাব, তেলেঙ্গানা এমনকি বাংলাতেও সেই বিক্ষোভের আঁচ এসে পড়েছে। অগ্নি-বিক্ষোভের জেরে শনিবারের পর রবিবারও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব-মধ্য রেলওয়ে। বেশ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। পূর্ব-মধ্য রেলওয়ের জনসংযোগ আধিকারিক একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের অসুবিধের জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এই নিয়ে টানা তিন দিন একাধিক ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? রইল তালিকা-
১) ১৩৫৪৫ আসানসোল-গয়া এক্সপ্রেস
২) ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস
৩) ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস
৪) ১৩৪০১ ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস
৫) ১৩৪২৯ ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস
৬) ১৫৫৫৩ ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
৭) ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি ভানাচল এক্সপ্রেস
৮) ১৩৪১৫ মালদা টাউন-পাটনা এক্সপ্রেস
এছাড়াও বাতিল করা হয়েছে দুমকা-রাঁচি এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস এবং জশিদা-কিউল প্যাসেঞ্জার ট্রেন।
বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। সেগুলি হল-
১) ১৩১৫১ কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল পৌনে ১২টার বদলে দুপুর ৩টেয় ছাড়বে।
২) ১২৩৮১ হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটের বদলে বিকেল ৪টে ৫০ মিনিটে ছাড়বে।
৩) ১২৩০৫ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস দুপুর ২টো ৫ মিনিটের বদলে দুপুর ৩টে ১৫ মিনিটে ছাড়বে।
৪) ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস বেলা ১টার বদলে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে।
৫) ১২৩৩৫ ভাগলপুর-লোকমান্য তিলক এক্সপ্রেস সকাল ৯টার বদলে বিকেল ৫টায় ছাড়বে।
৬) ১২৩৬৭ ভাগলপুর-অনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস সকাল ১১টা ৫০ মিনিটের বদলে সন্ধে ৬টায় ছাড়বে।
Be the first to comment