মাঝআকাশে পাখির ডানায় ধাক্কা; বিমানে আগুন, বরাতজোরে বাঁচলেন ১৮৫ জন আরোহী

Spread the love

মাঝ আকাশে বিমানে দুর্ঘটনা। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন আরোহীরা। রবিবার পটনা থেকে দিল্লিগামী একটি স্পাইসজেটের বিমানে আচমকাই আগুন লেগে যায়। বিমানে মোট ১৮৫ জন আরোহী ছিলেন। পাইলটের তৎপরতায় পটনা বিমানবন্দরে এসে জরুরি অবতরণ করে বিমানটি। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, রবিবার সকালে পাটনা থেকে দিল্লির উদ্দেশে স্পাইস জেটের একটি বিমান টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই বিমানের ডানায় আগুন দেখতে পান স্থানীয়রা। বিমানবন্দরে খবর দেওয়ার পর জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানে তখন ১৮৫ জন আরোহী ছিলেন।

ডিজিসিএ সূত্রে খবর, বিমানের ডানায় পাখির আঘাতেই এই বিপত্তি ঘটে। তার জেরেই বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন পাইলট।

পটনার জেলা শাসক চন্দ্রশেখর সিং জানান, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে। প্রত্যেক যাত্রী সুরক্ষিত আছে বলেই জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*