অগ্নিপথ বিরোধিতায় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে, বিক্ষোভকারীদের জমায়েত

Spread the love

সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বেশ কয়েকটি রাজ্যে সোমবার ২৪ ঘণ্টার ভারত বনধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সেই বিক্ষোভ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। হাওড়া স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাওড়া ব্রিজেও নজরদারি চালাচ্ছে বিশাল পুলিস বাহিনী।

যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিস। হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে। তবে ভারত বন্ধের কোনও প্রভাব পড়েনি হাওড়ায়। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল।

হাওড়া ব্রিজে কোনওরকম অশান্তি এড়াতে এদিন সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিস কমিশনার।অন্যদিকে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিক্ষোভকারীদের জমায়েত। এদিন টিটাগড় থেকে মিছিল করে মহকুমাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে যান তাঁরা। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মিছিল আটকায় পুলিশ। তবে  বিক্ষোভকারীদের প্রতিনিধিরা গিয়ে ডেপুটেশন জমা দেন। পাশাপাশি এদিন ব্যারাকপুরে বন্ধ সমর্থকদের রেল অবরোধের চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ। 
সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের বিভিন্ন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক বিভিন্ন রাজ্য প্রশাসন। সমস্ত জেলা প্রশাসন ও পুলিশকর্তাদের সতর্ক থাকার কথা বলে নির্দেশিকা জারি করেছে নবান্ন। 
পাশাপাশি সতর্ক রয়েছে কলকাতা পুলিশও। রাজ্য সরকারি অফিস রয়েছে এমন ৪৩ জায়গায় এবং কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। ৫৮টি জায়গায় থাকছে পিসিআর ভ্যান। প্রতি ডিভিশনে নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার বা জয়েন্ট সিপি। সব মেট্রো স্টেশনের সামনে মোতায়েন রয়েছে পুলিশ। বিভিন্ন রেল স্টেশনের বাইরে মোতায়েন অতিরিক্ত বাহিনী।  
অন্যদিকে, ঝাড়খণ্ড সরকার আগামীকাল রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*