মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ

Spread the love

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে হবে শুনানি।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এ দিন ডিভিশন বেঞ্চে জরুরি শুনানির আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তা খারিজ করে জানায়, নিয়ম অনুযায়ী মামলা ফাইল করলে, পরে শোনা হবে। ফলে সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বেলা ২টোর সময় আদালতে হাজিরা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, সেই মতো হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগে ২০১৭ সালের বেশ কিছু নথি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই নথি গতকাল যখন পেশ করা হয় আদালতে, তাতে বিস্তর গলদ লক্ষ করেন বিচারপতি। তারপরই সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*