কয়লা কাণ্ডে এ বার প্রধান তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিষ্ণুপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশের একটি বিশেষ দল। জানা গিয়েছে, তদন্তকারী অফিসার উমেশ কুমার-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশ।
নিজাম প্যালেস সূত্রে খবর, কিছুদিন আগে হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই-এর একটি বিশেষ দল তাঁর বাড়িতে হাজির হন। সেই বিশেষ দলের অন্যতম আধিকারিক ছিলেন এই উমেশ কুমার ।
চাপ দিয়ে একাধিক ব্যক্তিকে বয়ান রেকর্ড করানোর অভিযোগ এনেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ সূত্রে খবর, কয়লা কাণ্ডে অন্যতম তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের সঙ্গে প্রয়োজন পড়লে কথা বলবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।
সম্প্রতি ডায়মন্ড হারবার থানার এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে বলা হয়, সিবিআই আধিকারিকরা কয়লা পাচার কাণ্ডে একাধিক ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা, ভীতি প্রদর্শন করা-সহ নানা প্রকারে জোর করে তাঁদের বয়ান রেকর্ড করাচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর মূল আধিকারিক-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য পুলিশ।
Be the first to comment