স্বাস্থ্যের কায়দায় রাজ্যে হবে শিক্ষা কমিশন, বিধানসভায় জানালেন ব্রাত্য বসু

Spread the love

স্বাস্থ্য কমিশনের কায়দায় রাজ্যে শিক্ষা কমিশন গঠন করা হবে ৷ বিধানসভায় এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি জানান, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আগামী দিনে বিষয়টি বিধানসভায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷

আজ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে সরকার নীতিগত ভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করতে চায় না। তবে মানুষের অসুবিধার কথা ভেবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করে কমিশন তৈরির ভাবনাচিন্তা করা হচ্ছে ৷ বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিয়ে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কাছে। কখনও অভিযোগ উঠছে স্কুল ফি নিয়ে, কখনও বা পরিকাঠামো, পঠনপাঠন সংক্রান্ত অন্যান্য বিষয়ে ৷ কিন্তু সাধারণ আইন বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসনের উপর কোনও ভাবেই হস্তক্ষেপ করতে চায় না রাজ্য সরকার।

কিন্তু এই শিক্ষা কমিশন তৈরি হলে, অভিভাবকদের অভিযোগ জানানোর একটা জায়গা হবে সেটি ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন, মূলত শিক্ষা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আনতে এই কমিশন গঠনের কথা ভাবছে রাজ্য। এদিকে, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত এ দিন সাঁওতালি ভাষাভাষি মানুষদের জন্য তাঁর এলাকায় একটি স্কুল গড়ে তোলার আবেন রাখেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভাষার বিষয়ে আমাদের সরকার খুব সংবেদনশীল। যে সব এলাকায় সাঁওতালি ভাষাভাষি মানুষ থাকেন, সেখানে অনেক স্কুল খোলা হচ্ছে। পুরুলিয়ায় খুব শিগগিরই সাঁওতালি স্কুল খুলবে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, পুরুলিয়ার কোনও বিধায়ক এর আগে এ রকম আবেদন করেননি। বিধায়করা তথ্য জানালে কাজে সুবিধা হবে।

এ দিন বিধানসভার প্রশ্নোত্তরপর্বে শিক্ষামন্ত্রী আরও জানান, রাজ্যে সংস্কৃত ভাষা শিক্ষা প্রসারে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার। নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। কাজ প্রায় শেষ। কোচবিহার-সহ বেশ কিছু এলাকায় সংস্কৃত টোল ছিল। যা মহাবিদ্যালয় নামে পরিচিত। সরকারের ধাপে ধাপে তা চালু করার পরিকল্পনা রয়েছে। সবগুলি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*