ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বুধবার ফের ১০ হাজার ছাড়াল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারই বেশ কয়েকদিন পর দেশের কোভিড সংক্রমণ অনেকটাই নীচে নেমেছিল। সামান্য বেড়েছে পজিটিভিটি রেটও। তবে ফের বাড়ল সুস্থতার হার এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা। যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক মহলে। তবে কেন্দ্রের তরফে এখনই কোনও কড়া নিয়মবিধি লাগু করার প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে।
বুধবার দেশের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৯ জন। একদিনে দেশে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন। দেশে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮০ হাজার। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮১ হাজার ৬৮৭। যা মঙ্গলবারের তুলনায় ২ হাজারের বেশি। মোট আক্রান্তের তুলনায় অ্যাকটিভ কেস বেড়ে ০.১৯ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩.৯৪ শতাংশ। যা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসকদের। বুধবার পর্যন্ত দেশে করোনা প্রাণ হারিয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩ জন।
Be the first to comment