২৮ জুন আবু ধাবিতে মোদি, নূপুর-ক্ষতে প্রলেপ দিতেই সফর? উঠছে প্রশ্ন

Spread the love

পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে ভারতের উপর চটেছে পশ্চিম এশিয়ার ইসলামিক রাষ্ট্রগুলি৷ ভারত নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে ক্ষোভের কথা জানিয়েছে তারা৷ এর কিছুটা বিরূপ প্রভাব পড়েছে ইসলামিক রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কে৷ সেই সম্পর্ককে আবার মধুর করে তুলতে এবার ময়দানে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জুন মাসের শেষে ফের বিদেশ সফরে যাচ্ছেন মোদি৷ ২৬ থেকে ২৮ জুন তিনি থাকবেন দেশের বাইরে৷ প্রথমে তাঁর যাওয়ার কথা জার্মানিতে৷ সেখান থেকে মোদি যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে৷ বুধবার প্রধানমন্ত্রীর দফতর থেকে মোদির বিদেশযাত্রার কথা জানিয়ে দেওয়া হয়৷ পয়গম্বরকে নিয়ে বিতর্কের রেশ এখনও ভারতে রয়ে গিয়েছে ৷ ঠিক সেই মুহূর্তে মোদির সংযুক্ত আরব আমিরশাহী সফরকে রাজনৈতিক মহল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ৷

গত মাসে মৃত্যু হয় আবু ধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ অল নাহিয়ানের৷ নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎ ভাই শেখ মহম্মদ বিন জায়েদ অল নাহিয়ান৷ শেখ খলিফার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে বিদেশ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ জুন আবু ধাবি যাবেন মোদি৷ সেই রাতেই তিনি ফিরে আসবেন ভারতে৷ রাজনৈতিক মহলের মতে, নূপুর ক্ষতে প্রলেপ দিতে ঝটিকা সফরে আরব আমিরশাহী যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ তবে মোদির দৌত্যে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে উঠলে তার লাভ দুই দেশেরই হবে বলে মত কূটনীতিকদের ৷

অন্যদিকে, গত মাসের ২ মে জার্মানিতে গিয়েছিলেন মোদি৷ ফের ২৭ জুন তিনি যাবেন জার্মানি৷ তবে এবার জি-৭ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ তাঁকে ওই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজে৷ জানা গিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে নিজের মতামত পেশ করবেন মোদি৷ ওই সব ইস্যুতে বিশ্বের সব দেশকে একসঙ্গে কাজ করার ব্যাপারে জোর দিতে পারেন তিনি৷ ভারত ছাড়া জি-৭ সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত থাকবে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা৷ সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারতে পারেন নরেন্দ্র মোদি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*