ন্যাশনাল হেরাল্ড মামলায় এখনই ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রী অসুস্থতার কারণে আপাতত হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে মেল করে জানান। তিনি বেশ কয়েক সপ্তাহ সময় চান। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোনিয়ার সেই আবেদন মঞ্জুর করেছে। সূত্রের খবর, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোনিয়া ইডি দফতরে হাজিরা দিতে পারেন।
কোভিডের উপসর্গ নিয়ে ১২ জুন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সোনিয়া। ওইদিনই তাঁর নাক থেকে ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে। হাসপাতালে ভর্তির পরই দ্রুত চিকিৎসা শুরু হয়। পরে তাঁর শ্বাসনালীতেও সংক্রমণ ধরা পড়ে। গত বৃহস্পতিবার সোনিয়ার একটি ছোট অস্ত্রোপচারও হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পূর্বঘোষণা মতো সোনিয়ার এদিন ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণেই তা সম্ভব হয়নি। কংগ্রেস নেতৃত্ব প্রথম থেকেই জানিয়ে আসছিলেন, ইডির হাজিরা এড়ানোর কোনও ইচ্ছে কংগ্রেস সভানেত্রীর নেই। তিনি সুস্থ হলেই হাজিরা দেবেন।
ন্যাশনাল হেরাল্ড মামলায় ১৩ জুন থেকে সোনিয়াপুত্র রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। গত দু’সপ্তাহে পাঁচদিনে প্রায় ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে তদন্তকারী সংস্থার প্রশ্নের উত্তর দিয়েছেন কংগ্রেস সাংসদ। মঙ্গলবারও বহু রাত পর্যন্ত ইডির প্রশ্নের উত্তর দেন রাহুল। বাড়ি যাওয়ার পর আবারও তাঁকে ডেকে পাঠানো হয়। রাহুলকে ইডির তলবের প্রতিবাদে হাজিরার দিনগুলিতে দিল্লিতে ব্যাপক ক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস। পথে নেমেছিলেন বহু কংগ্রেস নেতা-কর্মীরা। বুধবার সকাল থেকে এআইসিসির সদর দফতরের সামনে সত্যাগ্রহে অংশ নেন রাহুল। ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের তাবড় নেতারা। সেখানে রাহুল বলেন, ইডির তলব ছোট্ট ঘটনা। তাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর থেকে সারা দেশের বেরোজগারের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কংগ্রেসকে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।
Be the first to comment